ময়মনসিংহে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
আধিপত্য বিস্তার ও পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ময়মনসিংহে দিনে দুপুরে খুন হন যুবক আশা (২৩)। সেই ঘটনায় করা মামলায় চলতি বছরে তিনজনকে যাবজ্জীবন সাজা দেয় আদালত। মামলার পর থেকে পলাতক ছিলেন মামলাটিতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সাদ্দাম (৩৬)। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
আজ বুধবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৯টার দিকে গাজীপুর জেলার মাওনা থানা এলাকা হতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। আশা হত্যা মামলার পর থেকেই আসামি দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে থাকছিলেন।
জানা যায়, ২০১০ সালে ময়মনসিংহের মাসকান্দা এলাকায় আধিপত্য বিস্তার ও পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিবেশী আশাকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে সাদ্দাম, সুজন, সোহাগ, উজ্জ্বল, মিল্লাত ও মানিক। এ ঘটনায় নিহতের বাবা মো. ফজলুল হক বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। চলতি বছর ৫ মার্চ আশা হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দেন আদালত।