ময়মনসিংহে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রুবেল মিয়াকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখা হেরোইন উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক কারবারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৭ মার্চ) বিকেলে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের সত্রাসিয়া এলাকা থেকে রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
রাতে এ তথ্য নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের সত্রাসিয়া এলাকায় সোমবার বিকেলে চেকপোস্ট বসায় পুলিশ। একপর্যায়ে চেকপোস্টের কাছে এসে পুলিশের সংকেত এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করে রুবেল মিয়া। পরে তাকে থামিয়ে তার মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। রুবেল দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে করে বিভিন্ন স্থানে মাদক পরিবহণ ও বিক্রি করে যুবসমাজকে বিপথগামী করে আসছিলেন।’
ওসি আবদুল মজিদ আরও বলেন, ‘মুক্তাগাছা থানায় তার নামে অন্তত চারটি মাদক মামলা রয়েছে। রুবেল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।’
এ বিষয়ে কুমারগাতা ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী বলেন, ‘রুবেল মিয়া বর্তমানে কুমারগাতা ৬নং ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। তার অপকর্মের দায় পরিষদ নেবে না।’