ময়মনসিংহ জেলা জামায়াতের আমির গ্রেপ্তার
ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিমকে (৬৩) গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গতকাল বুধবার রাতে শহরের মহারাজা রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে তাঁকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় কোতোয়ালি মডেল থানা পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ আজ দুপুরে এই তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, বিশেষ ক্ষমতা আইনের ওই মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। এর আগে গত বছরের ২২ অক্টোবর নগরীর চরপাড়া এলাকায় বেআইনি দলবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি, রাষ্ট্রবিরোধী স্লোগান, যান চলাচল ও সরকারি কাজে বাধা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কোতোয়ালি মডেল থানা পুলিশ এই মামলা করে।