ময়মনসিংহ জেলা যুবদল সভাপতি গ্রেপ্তার
ময়মনসিংহ জেলা (দক্ষিণ) যুবদলের সভাপতি রুকনুজ্জামান সরকারকে (রোকন) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর বাতিরকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান সরকার (রোকন) নগরীর গিরিশ চক্রবর্তী রোড এলাকার বাসিন্দা।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ খবর নিশ্চিত করে বলেন, ‘যুবদল সভাপতি রোকনুজ্জামান সরকারের বিরুদ্ধে গত ১৫ অক্টোবর বিএনপির সমাবেশ চলাকালে পুলিশের কাজে বাধার অভিযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’