ময়মনসিংহ মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা সংসদের শোভাযাত্রা
ময়মনসিংহ মুক্ত দিবস আজ (১০ ডিসেম্বর)। ১৯৭১ সালের এই দিন সকালে মিত্রবাহিনীকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধারা ব্রহ্মপুত্র নদ পার হয়ে সার্কিট হাউজ মাঠে প্রবেশ করে বিজয় পতাকা ওড়ান।
দিবসটি স্মরণে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে ছোটবাজার মুক্তমঞ্চে সাত দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আয়োজনে আছে শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। এ সময় দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও জনতার একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
র্যালির উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান। র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুস্তাফিজার রহমান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ।