ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জন করোনা পজিটিভ ছিলেন। অপর ছয় জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৪৮টি নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ।
মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এসব তথ্য জানিয়েছেন।
ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের এ কে শামসুল হক (৭০), বদিউজ্জামান (৭৫), মনসুর আলী (৪৮), ত্রিশালের আসমা (৪০), ভালুকার নার্গিস (৬৫), মুক্তাগাছার হাবিবুর রহমান সেলিম (৫৫), জামালপুরের নূরজাহান (৬৫) ও শেরপুরের সুরুজ্জামান (৮০)।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের ফাতেমা (৭০), হালুয়াঘাটের আব্দুল হালিম (৬০), ফুলবাড়িয়ার আব্দুর রাজ্জাক (৭০), নেত্রকোনার সেলিনা (৬০), সেলিনা (৪৫) ও পূর্বধলার সাবিত্রি রায় (৬০)।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ২৪৭ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৩৪ জন।