যমুনায় নৌকাডুবিতে ২৫ গরুর প্রাণহানি
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় ২৫টি গরুর মৃত্যু হয়েছে। উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের চরজাজিরা এলাকায় গতকাল শুক্রবার রাতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার এ তথ্য নিশ্চিত করে এনটিভি অনলাইনকে জানান, গতকাল শুক্রবার রাতে পিংনা গরুর হাট থেকে গরুবোঝাই একটি নৌকা কাজীপুরের মেঘাই ঘাটের দিকে রওনা দেয়। পথে নিশ্চিন্তপুর ইউনিয়নের চরজাজিরা এলাকায় বালুবাহী একটি ট্রলারের সঙ্গে গরুবোঝাই নৌকাটির ধাক্কা লাগে। এ সময় নৌকাটি ডুবে গেলে ২৫টি গরুর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় নৌকাটি উদ্ধার করে পুলিশ।