যশোরে চা দোকানিকে কুপিয়ে হত্যা
যশোরে আফজাল হোসেন (৩৫) নামের এক চা-দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা। রোববার রাত ৮টার দিকে শহরের নাজির শঙ্করপুর সিটি মডেল একাডেমির সামনে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা সলেমান শেখ অভিযোগ করেন—পূর্বশত্রুতার জেরে একই এলাকার সুমন ওরফে টেরা সুমনের নেতৃত্বে কয়েক যুবক শঙ্করপুর চাতালের মোড় এলাকা থেকে ধাওয়া দিয়ে মডেল একাডেমির সামনে এনে আফজালকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন জানান, আফজালকে ৮টার দিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘পূর্বশত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, আফজাল একবার টেরা সুমনকে কুপিয়ে জখম করেছিলেন। তাদের দুজনের নামেই থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’ জড়িতদের আটকে পুলিশি তৎপরতা চলছে বলে জানান তিনি।