যশোরে বগি লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গের পথে রেল বন্ধ
যশোর রেলওয়ে স্টেশনে বেতনা কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে খুলনা ও যশোরের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
যশোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আয়নাল হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে।’
ট্রেনটি যশোর স্টেশনের প্রবেশমুখে লাইন পরিবর্তনের সময় একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এটি স্টেশনের এক নম্বর লাইন থেকে তিন নম্বর লাইনে অবস্থান নিতে যাচ্ছিল। ঠিক এ সময়ই দুর্ঘটনা ঘটে বলে জানান স্টেশন মাস্টার।
কতক্ষণ পর যশোর ও খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি স্টেশন মাস্টার আয়নাল। এ ব্যাপারে তিনি বলেন, খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন আসবে। তারপরই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
এ দুর্ঘটনার ফলে যশোর রেলওয়ে স্টেশনসহ আশপাশের কয়েকটি স্টেশনে যাত্রীরা আটকা পড়েছেন এবং তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।