যশোরে লাইনচ্যুতির আড়াই ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেসের (কমিউটার ট্রেন) একটি বগি লাইরচ্যুতির আড়াই ঘণ্টা পর বিকল্প লাইন চালুর মাধ্যমে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়।
যশোর স্টেশনের মাস্টার আয়নাল হাসান জানান, বেতনা এক্সপ্রেসের ইঞ্জিন দিয়েই লাইনচ্যুত হওয়া বগিটি বাদে বাকি বগিগুলো সরিয়ে নেওয়া হয়। পরে এক নম্বর লাইনটি সচল করে প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেতনা এক্সপ্রেস যশোর স্টেশনে ঢোকার মুখে এক নম্বর লাইন থেকে তিন নম্বর লাইনে যাওয়ার সময় একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে যশোর-খুলনার সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।