যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে প্রাণ গেল দুজনের
নরসিংদীতে এক যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে দুই কৃষক মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন। আজ বুধবার দুপুরে মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল সগরিয়াপাড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবক ইউনুসকে আটক করে।
নিহতরা হলেন চরাঞ্চলের সগরিয়াপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়া (৫০) একই গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে আলী আজগর (৬৫)। অভিযুক্ত যুবক ইউনুস মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, কৃষক ফরহাদ মিয়া বাড়ির অদূরে জমিতে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের ইউনুস হঠাৎ ছুরি দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এরপর রাস্তার পাশে থাকা আজগার আলী ও সেন্টু মিয়াকে কোপাতে থাকেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। আহতদের প্রথমে পল্লিচিকিৎসকের কাছে ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবক ইউনুসকে আটক করে। আহত সেন্টু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা আরও জানান, ইউনুস মিয়া খুবই চুপচাপ ধরনের মানুষ। তিনি কারো সঙ্গে খুব একটা কথা বলেন না। কিছুদিন ধরে তিনি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। তবে মেডিকেল রিপোর্টে মাথায় সমস্যা থাকায় তিনি বিদেশে যেতে পারেননি। এই নিয়ে কিছুটা হতাশায় ভুগছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন, ‘অভিযুক্ত ইউনুস আলী মাদকাসক্ত, পাশাপাশি নামাজও আদায় করেন। প্রায়ই তিনি মানুষের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন। আজ তিনি হঠাৎ করেই তিনজনকে ছুরিকাঘাত করার পর দুজন মারা যান।’
অপর বাসিন্দা তাজুল ইসলাম বলেন, ‘তাঁকে (ইউনুস) দেখে মানসিক ভারসাম্যহীন মনে হয় না। তিনি কোনো কাজকর্মও করেন না। গতকাল রাতে তিনি তাঁর মায়ের সঙ্গেও খারাপ আচরণ করেছিলেন। এক পর্যায়ে হত্যার চেষ্টাও করেছেন বলে শুনেছি।’
নজরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সরকার বলেন, ‘ ইউনুসের কাছ থেকে একটি জেহাদি বই জব্দ করেছে পুলিশ। তাঁর বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার চৌধুরী বলেন, ‘অভিযুক্ত ইউনুসকে আটকের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইসঙ্গে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’