যুবকের কব্জি বিচ্ছিন্ন করার মামলার দুই আসামি গ্রেপ্তার
রাজবাড়ী সদর উপজেলায় এক যুবকের দুই হাতের কব্জি কেটে ফেলার মামলায় দুই আসামিকে আজ সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আহসান হাবীব ওরফে লালু (৩০) ও একই গ্রামের শাহ আলম (২৮)।
এদের মধ্যে শাহ আলমকে জেলার সদর উপজেলার সুলতানপুর এবং আহসান হাবীব লালুকে ঢাকার সাভার থানার রমনা কালীমন্দির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আজ রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, ২০১৯ সালের ৪ আগস্ট বিকেলে ইসমাইল গাজী নামের এক যুবক একই গ্রামের শাহীন খানকে বাড়ি থেকে ডেকে কল্যাণপুর গ্রামের বালুর মাঠে নিয়ে যান। সেখানে কয়েকজন যুবক ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে শাহীন খানের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেন।
এ ঘটনায় শাহীন খানের বাবা হাসেম খান বাদী হয়ে ঘটনার পরের দিন ৫ আগস্ট পাঁচজনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও বাকি আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ও উপপরিদর্শক (এসআই) হিরণ কুমার বিশ্বাস দীর্ঘ পাঁচ মাস আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।