রংপুরে অগ্রণী ব্যাংকের শাখায় নিরাপত্তারক্ষীর মরদেহ
রংপুর নগরীর সেন্ট্রাল রোডে অগ্রণী ব্যাংকের ভেতর থেকে শামীম মিয়া নামের এক নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে এ মরদে উদ্ধার করা হয়।
শামীম মিয়া রংপুর মিঠাপুকুর উপজেলার রানীপুকুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
শাখা ব্যবস্থাপক আরিফুল ইসলাম এনটিভিকে বলেন, ‘শামীম ১৭ মাস ধরে নিরাপত্তারক্ষী হিসেবে এখানে চাকরি করছে। দশ দিন আগে সে বিয়ে করেছিল।’
ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম আরও জানান, ‘আজ রোববার সকালে শাখার লোকজন ব্যাংকে এসে দেখতে পান শামীম শুয়ে আছে। ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় কাছে গিয়ে দেখা যায় তার মুখ দিয়ে লালা ঝরছে এবং সে মারা গেছে। সঙ্গে সঙ্গে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।’
বর্তমানে ব্যাংকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অবস্থান করছেন। তবে ব্যাংকের টাকাসহ অন্য কিছু লোপাট হয়েছে কিনা তা জানা যায়নি।