রংপুরে গৃহবধূ খুনের মামলায় পাঁচজনের যাবজ্জীবন
পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূ মরিয়ম বেগমকে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন রংপুর জেলা স্পেশাল দায়রা ও জজ আদালত। আজ মঙ্গলবার দুপুরে স্পেশাল দায়রা ও জজ আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন।
আদালতে সাজাপ্রাপ্ত আমিরুল ইসলাম, আতাউর রহমান আতা, জাহিদুল ইসলাম এবং রুহুল আমীন উপস্থিত ছিলেন। অপর সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) জয়নাল আবেদীন ওরেঞ্জ জানান, ২০১৩ সালের ১৮ এপ্রিল মহানগরীর কেরাণীরহাট জগদীশপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রাতে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয় শের শাহ মিয়ার স্ত্রী মরিয়ম বেগমকে। এ ঘটনায় মামলা হলে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ আট বছর পর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে স্পেশাল দায়রা ও জজ আদালতের বিচারক পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে বাদিপক্ষ।