রংপুরে জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ
নিত্যপণ্যসহ ডিজেল, কেরোসিন ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুর মহানগরীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এ লিফলেট বিতরণ করা হয়।
রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে শুরু করে প্রেসক্লাব হয়ে পায়রা চত্বর এলাকা পর্যন্ত মহানগর বিএনপি এই লিফলেট বিতরণ করে। এ সময় কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি সামসুজ্জামান সামু, সাধারণ সম্পাদক সাবেক কাকসু জিএস শহিদুল ইসলাম মিজুসহ বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে নেতারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের ক্ষতি আওয়ামী লীগ বোঝে না। সে কারণেই তারা বারবার দ্রব্যমূল্যসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। এই সরকারের পতন ছাড়া জনগণের নিস্তার নেই।