রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত
রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ সময় শিশু ও চালকসহ দুই বাসের অন্তত ৩৫ জন আহত হয়। উপজেলার বলদিপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রংপুর হাইওয়ে পুলিশের এএসপি জাহিদুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের ধারণা, বাস দুটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালকেরা। সে জন্য এ দুর্ঘটনা ঘটেছে।
এদিকে, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আজ সকালে ঢাকা থেকে রংপুরগামী সেলফী পরিবহণ ও রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেলফী পরিবহণের চালকসহ ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। এ সময় আহত হন দুই বাসের অন্তত ৩৫ জন যাত্রী।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
এ দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।