রংপুরে নারীর রহস্যজনক মৃত্যু
রংপুরের বদরগঞ্জ উপজেলায় আয়মনা বেগম (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঈদে নানাবাড়ি বেড়াতে এসে রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয়। আজ শনিবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বরকতপুর ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাঁর হাঁটুগেড়ে থাকা অবস্থায় গলায় রশি বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আয়মনার মৃত্যু রহস্যজনক বলে ধারণা করছেন এলাকাবাসী ও পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার বি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সিফাত-ই-রাব্বান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আবেদ আলীর মেয়ে আয়মনার দুই বছর আগে স্বামী রাশেদুল হকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। কোরবানির ঈদের আগে তিনি তাঁর নানির বাড়িতে বেড়াতে আসেন। আজ সকালে বাড়ি থেকে সামান্য দূরে একটি বাঁশঝাড়ের ভেতরে সজিনা গাছের ডালে গলায় রশি পেঁচানো অবস্থায় তাঁর লাশ দেখতে পায় স্থানীয়রা। এতে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ হাঁটু গেড়ে থাকা অবস্থায় তাঁর মরদেহটি উদ্ধার করে।
এলাকাবাসীর ধারণা ধর্ষণ ও হত্যার পরে তাঁর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। স্থানীয় ওবাইদুর রহমান জানান, লাশের পাশে মোবাইল ফোন সেট ও একটি ওড়না পড়েছিল। লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি উদ্ধারের সময় মুখ দিয়ে রক্ত ঝরছিল।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘মৃত্যুটি সন্দেহজনক। এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানতে ময়নাতদন্ত করা হচ্ছে।’