রংপুরে নিখোঁজ শিশুর লাশ মিলল পুকুরে, চাচি আটক
রংপুরের পীরগাছা উপজেলায় একটি পুকুর থেকে আব্দুল আজিজ নামের (৯) এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচিকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সে তার দাদির কাছে থাকত।
পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) শুকুর আলী জানান, মৃত শিশু আব্দুল আজিজ উপজেলার পারুল ইউনিয়নের অভিরাম (ছিদাম) গ্রামের পরিবহণ চালক ওসমান গণির ছেলে। মায়ের মৃত্যুর পর সে দাদির কাছে বড় হচ্ছিল।
শুকুর আলী আরও বলেন, গতকাল বুধবার দুপুরে শিশু আজিজ নিখোঁজ হলে আত্মীয়-স্বজনরা তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরে সন্দেহবশত আজ সকালে একই গ্রামের ফয়েজ উদ্দিন চৌধুরীর পুকুরে তারা তল্লাশি চালায়। সেখানেই শিশুটির লাশ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিয়ে বলা হয়, এই মৃত্যু রহস্যজনক। পরিবারের অভিযোগের ভিত্তিতে শিশুটির চাচি নাজমা বেগমকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
পরিদর্শক জানান, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাই এখনই বলা যাচ্ছে না, এই মৃত্যুটি কিভাবে হয়েছে।