রংপুরে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যু
রংপুরে পৃথক স্থানে বজ্রপাতে গতকাল বৃহস্পতিবার সাবেক ইউনিয়ন পরিষদের সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের দর্শনো ভুরারঘাট এলাকার বাসিন্দা সাবেক ইউপি সদস্য হাজি মোবারক আলী (৬২), আক্কেলপুর গ্রামের কৃষক এনামুল হক (৩৫) এবং বদরগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের মোশাররফ হোসেন (৪৮)।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের মধ্যেই ওই তিনজন নিজ নিজ মাঠে কাজ করছিলেন। তাঁদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।