রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
জ্বালানি তেল ও পরিবহণ ভাড়াসহ সব নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিএনপির মিছিলে গুলিবর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন শাখা বিএনপি। আজ বুধবার বিকেল ৪টার দিকে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন্নবী ডন। এসময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, সহকারী অধ্যাপক আজিজুল হক, রংপুর জেলার বিএনপির সহসভাপতি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, বদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শাহান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট গোলাম রসূল বকুল, বদরগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি উত্তম কুমার সাহা, উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুজ্জামান রিপন, লোহানিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নিপুন সরকার প্রমুখ।
সমাবেশে বিএনপি নেতারা বিভিন্ন অভিযোগ তুলে বলেন, এই সরকারের জুলুম নির্যাতনকে গুড়িয়ে দিতে হবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ঘটাব।