রংপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুরের বদরগঞ্জে এক যুবকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর কালজানি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গ্রামবাসী জানায়, নিহত সাগর (১৮) কালজানি গ্রামের শ্রী নিরঞ্জনের ছেলে সাগর।
পুলিশ জানায়, ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাগর। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা বলতে পারেনি কেউ।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।