রংপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩
রংপুরে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাবের-১৩। আজ বুধবার দুপুরে অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জনিয়েছেন।
রেজা জানান, চলতি বছরের ২৭ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক ব্যবসায়ী দ্বীন ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন। মঙ্গলবার দিনগত গভীর রাতে মিঠাপুকুর উপজেলার দমদমা বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, র্যাব-১৩-এর নীলফামারীর একটি আভিযানিক দল মঙ্গলবার দিনগত গভীর রাতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় উপজেলার সিপাইপাড়া বাজারে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি এ টি এম শাকিল আহমেদ ওরফে শাহীনকে গ্রেপ্তার করে।
মাদক নির্মূল অভিযানে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট জেলার মাদক ব্যবসায়ী আনারুল ইসলামকে (৩২) আদিতমারী উপজেলার টেপরাহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা এক হাজার ৮৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন র্যাব-১৩ এর অধিনায়ক।