রংপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
রংপুরের বদরগঞ্জে বালুবোঝাই ট্রাক্টর ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. মোস্তাকিম হক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউপির পাঠানের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মোটরসাইকেল আরোহী মো. মোস্তাকিম হক বদরগঞ্জে ব্যবসায়িক কাজে আসার পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক্টরটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে বদরগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমিন নাহার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুরে আসার পথেই তার মৃত্যু হয়। নিহত মোস্তাকিম হক তারাগঞ্জ উপজেলার পরশুরাম গ্রামের হামিদুল হকের ছেলে।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।