রংপুরে সড়ক দুর্ঘটনায় ৪ পরিবহন শ্রমিক নিহত
রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ-বুড়িরহাট রোডের অনন্তপুর পয়েন্টে আজ বুধবার সড়ক দুর্ঘটনায় চার পরিবহন শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- নীলফামারীরর কিশোরগঞ্জ উপজেলার দর্জিপুর গ্রামের অনিল চন্দ্র (৬০) এবং খয়রাত হোসেন, তারাগঞ্জ উপজেলার দোলাপাড়ার আবু বকর সিদ্দিক (৫২) এবং ফরহাদ হোসেন (২৮)।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী জানান, রড বোঝাই একটি ট্রাক মোড় ঘুরতে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং একজন আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
ট্রাকটি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি বলেন, চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছে।
এ ঘটনায় তারাগঞ্জ থানায় মামলা হয়েছে।