রংপুর কোতোয়ালি থানা লকডাউন
ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১১ পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় রংপুর কোতোয়ালি থানা লকডাউন ঘোষণা করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় আজ সোমবার জানান, কোতোয়ালি থানা রোববার লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ কর্মকর্তাদের প্রতিবেশীদেরও হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বাংলাদেশ পুলিশের মোট ১১৩ সদস্যের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তসহ মোট ৮৫৪ পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
পুলিশ সদরদপ্তরের সূত্রে জানা গেছে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ সদস্য এরই মধ্যে মারা গেছেন।
করোনাভাইরাস মোকাবিলায় সারা দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং অন্যান্য সংস্থার সদস্যরা যৌথভাবে কাজ করছে।
আজ সোমবার দেশে একদিনের সর্বোচ্চ ৬৮৮ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জনে। গত ২৪ ঘণ্টায় পাঁচজন করোনা আক্রান্ত রোগী মারা যাওয়ায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮২ জনে।