রং করে গাড়িতেই ঘুমিয়ে ছিলেন দুজন, সকালে মিলল লাশ
রাজধানীর সেগুনবাগিচায় নাভানা সিএনজি পাম্পের পাশে থাকা একটি প্রাইভেটকার থেকে রাকিব (১৮) ও সিয়াম (২২) নামের দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
আজ বেলা ১১টার দিকে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জব্বার। তিনি বলেন, ‘লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
মো. জব্বার বলেন, ‘যে গাড়িতে লাশ দুটি পাওয়া গেছে, তারা রাতে ওই গাড়িটি রং করেছিলেন। রং করা শেষে তারা গাড়ির ভেতর ঘুমিয়ে পড়েন। আজ সকালে আমরা খবর পাই রাকিব ও সিয়াম নামের দুজন গাড়ির ভেতর মারা গেছেন। পরে আমরা লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি।’
তারা কীভাবে মারা গেলেন- এমন প্রশ্নের জবাবে এসআই বলেন, ‘আমাদের ধারণা, গাড়ির মধ্যে ঘুমিয়ে গেলে শ্বাসকষ্টে তারা মারা যান। দুজনই বাচ্চু মোটরসের কর্মী। তবে তারা এখানে যে গাড়িতে রং করেছিলেন, সেটা ব্যক্তিগতভাবে করেছেন।’
মো. জব্বার আরও বলেন, ‘গাড়ির দরজা ভেতর থেকে লাগানো ছিল না। গাড়ির চাবি একজনের পিঠের নিচে ছিল। সেটাও আমরা উদ্ধার করেছি। গাড়িটিও এখন আমাদের হেফাজতে আছে।’