রাঙামাটিতে করোনা আক্রান্ত একশ পেরুলো
গতকাল শনিবার সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলায় চার পুলিশ সদস্যসহ ৮ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর পর ওই রাতেই বিআইটিআইডি থেকে আসা রিপোর্টে রাঙামাটি শহরেরই আরো ১৪ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।
এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ১০৪ জনের। পার্বত্য চট্টগ্রামের তিন জেলার মধ্যে প্রথম জেলা হিসেবে করোনা শনাক্ত একশ পেরোলো এই জেলায়। অথচ শুধু পার্বত্য বাকি দুই জেলাই নয়, দেশের বাকি ৬৩ জেলার পরই গত ৬ মে করোনা শনাক্ত হয়েছিল এই জেলায়।
ডা. মোস্তফা কামাল বলেছেন, 'গতকাল সকালে সিভাসু থেকে ২৫ জনের রিপোর্ট এসেছিল। এদের মধ্যে পজিটিভ পাওয়া গিয়েছিল ৮ জন। তারা সবাই ছিলেন কাপ্তাই উপজেলার। রাতে বিআইটিআইডি থেকে ৫৭ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ১৪ জনের পজিটিভ এসেছে এবং এরা সবাই রাঙামাটি শহরের বাসিন্দা।'
জেলায় মোট আক্রান্ত ১০৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছে ৫০ জন। মারা গেছে দুইজন। রাঙামাটি থেকে এই পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১৫২৬ জনের।
প্রসঙ্গত, রাঙামাটি থেকে পাঠানো নমুনাগুলো চট্টগ্রামের সিভাসু ও বিআইটিআইডিতে পরীক্ষা শেষে রিপোর্ট পাঠানো হয়। কিন্তু গত ৮ জুন সর্বশেষ রিপোর্ট পাঠানোর পর গত শুক্রবার ১২ জুন পর্যন্ত টানা চারদিন জেলার কোনো রিপোর্ট আসেনি। পঞ্চম দিন গতকাল শুক্রবার সকালে সিভাসু থেকে ২৫টি এবং রাতে বিআইটআইডি থেকে ৫৭টি রিপোর্ট আসে। এই ৮২টি রিপোর্টের মধ্যে ২২ জনের কোভিড-১৯ পজিটিভ এলো। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো ১০৪ জন। জেলার ১০টি উপজেলার মধ্যে একমাত্র বরকল ছাড়া বাকি সবগুলো উপজেলাতেই সংক্রমিত হয়েছে করোনাভাইরাস।