রাজধানীতে আজ কালবৈশাখীর শঙ্কা
আজ সন্ধ্যা ৬টার পর থেকে রাত ৯টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে বজ্র ও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঢাকা ও তার আশপাশের বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য কালবৈশাখী ও বৃষ্টিপাত হতে পারে।
আজ রোববার (২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য দিয়েছেন। এদিন চলনবিল এলাকায় সৃষ্ট কালবৈশাখী পাবনা ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে টাঙ্গাইল জেলায় প্রবেশ করেছে।
গত ৩১ মার্চের ঝড়টির মূল অংশ ঢাকার পশ্চিমে মানিকগঞ্জ জেলার ওপর দিয়ে অতিক্রম করলেও আজকের ঝড়টির মূল অংশ ঢাকার উত্তরের গাজীপুর এবং নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা বেশি। ফলে আজ সাভার, ধামরাই, আশুলিয়া, মিরপুর, উত্তরা, টঙ্গী প্রভৃতি এলাকার ওপর বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ দুপুর ২টার পর থেকে সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রপাত অতিক্রম করছে। এই ঝড় আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।