রাজধানীতে পুলিশ পরিচয়ে ছিনতাই, একজন রিমান্ডে
পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার গাজীপুরের একটি পোশাক কারখানার কর্মচারী নাসির ফকিরকে (৩৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এই আদেশ দেন।
শুক্রবার আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টরের মাসকট প্লাজার সামনে একজন ডিপ্লোমা দন্ত চিকিৎসককে তল্লাশির নামে টাকা হাতিয়ে নেওয়ার সময় নাসির ফকিরকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। নাসির গাজীপুরের একটি পোশাক কারখানায় রাতের শিফটে কাজ করেন।
নথি থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে মাইনুল ইসলাম নামের একজন ডেন্টাল টেকনোলজিস্ট এটিএম বুথে টাকা তুলতে গেলে তাঁর গতিরোধ করেন নাসির। প্রথমে ওই ব্যক্তির পরিচয় জানতে চান। এরপর ব্যাগ নিয়ে তল্লাশি করেন। তখন টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশকে দেখে ভুক্তভোগী মাইনুল সব খুলে বলেন। এরপর টহল পুলিশ নাসিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের ভুয়া পুলিশ পরিচয় স্বীকার করেন।
এ ঘটনায় নাসিরের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।