রাজধানীতে সন্তানসহ স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকায় মা ও শিশুসন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো রুমা আক্তার (২৭) ও তাঁর সন্তান রিশাদ (দেড় বছর)।
পুলিশের ধারণা, তাদের হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই রুমার স্বামী আব্দুল অহিদ পলাতক আছেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আজ মঙ্গলবার সকালে এনটিভি অনলাইনকে এসব তথ্য জানিয়েছেন।
ওসি বলেন, ‘মীরহাজীরবাগের একটি ভাড়া বাসায় গতকাল সোমবার রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে রুমা আক্তার ও তাঁর সন্তান রিশাদের লাশ উদ্ধার করি।’
মাজহারুল ইসলাম আরও বলেন, ‘আমরা অহিদের বাবা ও মাকে থানা হেফাজতে নিয়েছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পরকীয়ার সূত্র ধরে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ধারণা করা হচ্ছে, অহিদ হাতুড়ি ও বালিশ চাপা দিয়ে তাঁর স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে। বাকি তথ্য জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।’
এদিকে লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।