রাজধানীর বংশালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকার বংশাল মাঠের পাশের রাসায়নিকের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
রাশেদ বিন খালিদ বলেন, ‘আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৯টা ৫০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।’
এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মী রাসেল শিকদার জানান, শুরুতে আগুন নিয়ন্ত্রণে এলেও রাসায়নিকের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়।’