রাজবাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে গুলি করে হত্যা
রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আব্দুল লতিফের নিজ বাড়ির সামনে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তাঁকে গুলি করা করা। এ সময় তাঁর বুকে ও পাজরে পাঁচটি গুলি লাগে।
জানা গেছে, গুলির শব্দ পাওয়ার পর স্থানীয়রা আব্দুল লতিফকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুরে পাঠানো হয়। সেখানে আব্দুল লতিফের অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে আজ শুক্রবার ভোরে তিনি মারা যান।
আব্দুল লতিফ মিয়ার বড় ভাইয়ের ছেলে আরিফুল ইসলাম বলেন, ‘আমার চাচা আসন্ন ইউপি নির্বাচনের একজন প্রার্থী ছিলেন। সেজন্য ৫ নম্বর ওয়ার্ডে গতকাল রাত ৯টা পর্যন্ত গণসংযোগ করে বাসায় ফিরছিলেন। তখন বাড়ির সামনে থেকে তাঁকে গুলি করা হয়।’
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, ‘খবর শোনার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।’