রাজবাড়ীতে করোনায় দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭০
রাজবাড়ী জেলায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১৭০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার রাজবাড়ী জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলার বালিয়াকান্দি উপজেলার নটাপাড়ায় মোহাম্মদ আলী মাস্টার (৮৭) করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্র জানায়, ১৫ দিন আগে করোনা পজিটিভ নিয়ে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে তিন দিন আগে তাকে বাড়িতে আনা হলে গতকাল রাত ৮টার দিকে তিনি মারা যান।
অপরদিকে, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের মাধ্যমে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। ওই দিনই তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, গত ২৪ ঘণ্টায় ১১১টি নমুনা র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে ৩৮ জনের করোনা শনাক্ত হয়।
এ ছাড়া গত ১ ও ২ আগস্ট আরটি পিসিআর ল্যাব টেস্টের জন্য ৩৬৫টি নমুনা ঢাকায় পাঠানো হয়। আজ তার রিপোর্ট আসে। এর মধ্যে ১৩২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
রাজবাড়ী জেলায় এ পর্যন্ত মোট নয় হাজার ২৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে সাত হাজার ১৯৬ জন। মৃত্যুবরণ করেছে ৭৪ জন। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে এক হাজার ৯২৪ জন এবং হাসপাতালে ভর্তি আছে ৪৬ জন।