রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরো ৩০ জন।
আজ বুধবার বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার গান্ধীমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- পাংশা উপজেলার বাহাদুরপুরের মিজানুর রহমান এবং কুমারখালী উপজেলার ফরমান মণ্ডল। বাকি তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি বলেন, লালন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল এবং আরিফ পরিবহনের আরেকটি লোকাল বাস কুষ্টিয়া থেকে দৌলতদিয়ায় যাচ্ছিল। গান্ধীমারা এলাকায় বাস দুটির মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এরপর আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পথে দুজন এবং হাসপাতালের নেওয়ার পর আরো একজন মারা যান।
আহতদের রাজবাড়ী সদর হাসপাতাল এবং কালুখালী ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।