রাজবাড়ীতে মা ইলিশ শিকারে ৩৩ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে রাজবাড়ীতে ৩৩ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আটককৃত প্রত্যেক জেলেকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল রোববার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন। এ সময় মাছ ধরা অবস্থায় ৩৩ জেলেকে আটক করা হয়। সেইসঙ্গে জব্দ করা হয় ৪০ কেজি ইলিশ মাছ, ৮৭ হাজার মিটার কারেন্ট জাল এবং দুটি মাছ ধরার নৌকা।
জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয় এবং জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।