রাজবাড়ী আ.লীগের সভাপতি-সেক্রেটারি একতরফা সম্মেলন করছেন
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী অভিযোগ করে বলেছেন, জেলা আওয়ামী লীগে সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাদের ইচ্ছানুযায়ী একতরফাভাবে দলের বিভিন্ন শাখার সম্মেলন করে যাচ্ছেন।
আজ শনিবার দুপুরে পৌর শহরের পালকী রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংসদ সদস্য।
লিখিত বক্তব্যে কাজী কেরামত আলী আরো বলেন, ‘রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম ও ভারপ্রাপ্ত সম্পাদক কাজী এরাদত আলী ষড়যন্ত্রমূলক ও একতরফাভাবে কাউন্সিল করে যাচ্ছেন।’
‘অত্যন্ত আশ্চর্যের বিষয় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্যাগী নেতাদের উপেক্ষা করে তাঁরা জামায়াত ইসলামী, বিএনপি, ফ্রিডম পার্টি ও অনান্য দলের হাইব্রিডদের নিয়ে কমিটি নির্বাচন করেছেন।’
সংসদ সদস্য আরো বলেন, ‘বিশেষ করে পাংশা, কালুখালী, বালিয়াকান্দি থানা এলাকায় ওয়ার্ড পর্যায়ে কোনো সম্মেলন না করে জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম একই দিনে দুই থেকে তিনটি সম্মেলন করছেন।’
‘একইভাবে ভারপ্রাপ্ত সম্পাদক কাজী এরাদত আলী রাজবাড়ী-১ আসনেও সম্মেলন চালিয়ে যাচ্ছেন। কোনো কোনো ইউনিয়নে কাউন্সিল অধিবেশন না করেই দলীয় অফিসে ডেকে এনে জোর করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নিয়ে কমিটি ঘোষণা করেছেন’, যোগ করেন কাজী কেরামত আলী।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আকবর আলী মর্জি, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, কৃষিবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন প্রমুখ।
তবে অভিযোগের ব্যাপারে বক্তব্য জানার জন্য রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম ও ভারপ্রাপ্ত সম্পাদক কাজী এরাদত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সংসদ সদস্য কাজী কেরামত আলী ও কাজী এরাদত আলী তাঁরা আপন দুই ভাই।