রাজাকারের সন্তানেরা সরকারি চাকরি পাবে না : মুক্তিযুদ্ধমন্ত্রী
রাজাকারের সন্তানেরা ভবিষ্যতে সরকারি চাকরি পাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।
আজ শুক্রবার দুপুরে গাজীপুর মহানগরের মার্কাস রোড সাহাপাড়া এলাকায় ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, রাজাকারের তালিকা তৈরির আইন পার্লামেন্টে জমা দেওয়া আছে। পরবর্তী অধিবেশনে পাস হলেই রাজাকারের তালিকা তৈরির কাজ শুরু হবে।
কাজী আলিম উদ্দিনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমুখ। গাজীপুর জেলা ডায়বেটিক সমিতির উদ্যোগে ৫০ শয্যার ৬তলা বিশিষ্ট হাসপাতালটির ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা।