রাতে টিভি দেখতে গেল, সকালে ফিরল লাশ হয়ে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় কাজল আক্তার (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে টিভি দেখতে যাওয়ার কথা বলে কাজল ঘর থেকে বের হয়। আজ বৃহস্পতিবার সকালে একটি খালের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত কাজল আক্তার উপজেলার ডামুড্যা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন ছৈয়ালের মেয়ে।
ডামুড্যা থানা পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রতিদিন রাতে টিভি দেখার জন্য পাশের বাড়িতে যেত কাজল। গতকালও টিভি দেখতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় সে। কিন্তু অনেক রাত হয়ে গেলেও কাজল ঘরে ফিরে না আসায় তাকে খুঁজতে শুরু করে পরিবারের লোকজন। যে বাড়িতে কাজল টিভি দেখতে যায় সেখানেও তাকে পাওয়া যায়নি। পরে আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নেয় পরিবার। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশে খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে কাজলের মা তার মেয়ের লাশ শনাক্ত করেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ডামুড্যা থানার পরিদর্শক (তদন্ত) এমারত হোসেন বলেন, ‘কীভাবে মেয়েটি মারা গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগের পেলে পরে ব্যবস্থা নেওয়া হবে।’