রাতে সায়েদাবাদে বাসে আগুন
রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ে রাইদা পরিবহনের একটি বাস পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ শনিবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘রাইদা পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বাসটিতে আগুন দেওয়া হয়। যেহেতু পরিস্থিতি খারাপ, একটি দল (হেফাজতে ইসলাম) রোববার হরতাল ডেকেছে। আমরা ধারণা করছি, দুর্বৃত্তরা এই বাসটিতে আগুন দিয়েছে।’
ওসি বলেন, ‘বাসে আগুন লাগলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাসের মালিকের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। মালিকের সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে আজ দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মালিবাগের রেলক্রসিং এলাকায় তুরাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন লাগে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিকেলে এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন হাতিরঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আলিম। তিনি আরও বলেন, ‘মালিবাগ রেলক্রসিংয়ের পাশে একটি পুলিশ বক্স আছে। সেখানে হঠাৎ তুরাগ পরিবহনের যাত্রীবাহী ওই বাসে আগুন লাগে। পরে যাত্রীরা নিরাপদে বের হয়ে যায়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে আব্দুল আলিম বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম। বাসের ড্রাইভার ও হেলপারের সঙ্গে কথা বলে জেনেছি, যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন লাগতে পারে। কেউ আগুন দিয়েছে, এ ধরনের তথ্য আমরা এখনও পাইনি। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
‘বাসে আগুন লাগার সঙ্গে সঙ্গে পুলিশের সহায়তায় যাত্রীরা দ্রুত নেমে যায়। কেউ কেউ জানালা ভেঙেও নেমে পড়ে’, যোগ করেন এএসআই।