রাত থেকে জ্বলছে সায়হাম কটন মিলের গুদাম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সায়হাম কটন মিলস লিমিটেডের একটি তুলার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত। খবর পেয়ে সিলেট, হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়েও এখনো আগুন নেভাতে পারেনি। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলতে দেখা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। তুলায় আগুন লাগার কারণে নেভাতে একটু সময় লাগছে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি সংশ্লিষ্টরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন কোম্পানির অন্যতম পরিচালক ও মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কটন মিলের কর্মকর্তারা বলছেন, রাত সাড়ে ১২টায় আগুন দেখতে পান কর্মীরা।
সায়হাম কটন মিলস লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আনিছুর রহমান বলেন, গুদামে আনুমানিক চার হাজার ৩০০ টন তুলা মজুদ ছিল। গুদামে কোনো বিদ্যুতের লাইন নেই। ধারণা করা হচ্ছে, এটি একটি নাশকতা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হবিগঞ্জের উপসহকারী পরিচালক শিমুল মো. রাফি জানান, খবর পেয়ে রাত ১টা ৫ মিনিট থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায়। সকালে সিলেট থেকে একটি ইউনিট এসে যোগ দিয়েছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে।