রামপালে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
বাগেরহাটের রামপালে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও উপজেলার প্রয়াত বিএনপি নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে ও সাবেক উপজেলা দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা মহসীন হোসেন, আলতাফ হোসেন বাবু, মোতাহার আলী, আব্দুল্লাহ আজমী, যুবদল নেতা মাসুদুর রহমান পিয়াল, আলমগীর কবির বাচ্চু, গাজী শাহজালাল, ছাত্রদল নেতা মোল্লা তরিকুল ইসলাম শোভন, মোংলা উপজেলা যুবদল নেতা আবু হোসেন পনি ও এমএ কাশেম। রামপাল ও মোংলার বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা এ ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।