রায়পুরায় পুলিশের ওপর হামলা, টেঁটাবিদ্ধসহ আহত ৪
নরসিংদীর রায়পুরা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন টেঁটাবিদ্ধসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) নাসির (৪৫), নায়েব বাবুল আলী (২৯), কনস্টেবল শফিকুল ইসলাম (৪০) ও কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫)। তাঁদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
রাসেল শেখ জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে নিয়মিত দায়িত্ব হিসেবে নিলক্ষা এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় গ্রেপ্তার এড়াতে স্থানীয় কিছু উশৃঙ্খল মানুষ দায়িত্বরত পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের চারজন সদস্য আহত হয়েছেন। তাদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে এলাকায় পুলিশী অভিযান চালানো হচ্ছে।