রিছাং ঝরনায় পা পিছলে দুই পর্যটকের মৃত্যু
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পর্যটনকেন্দ্র রিছাং ঝরনায় পা পিছলে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের রুখোই চৌধুরীপাড়ার প্রিতম দেবনাথ (২৩) এবং লক্ষ্মীপুরের বাসিন্দা অপু চন্দ্র দাশ (২৪)।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজ সন্ধ্যা ৬টার দিকে জানান, আজ দুপুরের দিকে দুই বন্ধু মোটরসাইকেলে রিছাং ঝরনায় ঘুরতে যান। তাঁরা পাহাড় বেয়ে ঝরনার উপরের অংশে ওঠে যান। এ সময় পা পিছলে দুজন নিচে পড়ে যান। সাঁতার না জানায় কেউ উঠতে পারেনি।
মরদেহ দুটি উদ্ধার করতে ওসি ঘটনাস্থলে রয়েছেন বলে জানান।