শঙ্কায় দিন কাটাচ্ছে ‘বাংলার সমৃদ্ধি’র ইঞ্জিনিয়ার সেলিমের পরিবার
‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের মেরিন ইঞ্জিনিয়ার সেলিমের বাড়িজুড়ে ছেয়ে আছে অজানা শঙ্কা। গত মঙ্গলবারের পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে সবার মুখে ভীতি স্পষ্ট। এর আগে ইউক্রেনের অলভিয়া বন্দরে রুশ মিসাইলের হামলায় নিহত হয়েছেন ওই জাহাজের বাংলাদেশি নাবিক হাদিসুর রহমান। পরে উদ্ধার করা হয়েছে ২৮ নাবিককে। অথচ যোগাযোগ করা সম্ভব হচ্ছে না সেলিমের সঙ্গে। সব মিলিয়ে ভেঙে পড়েছেন সেলিমের পরিবারের সদস্যেরা।
সেলিমের বড় বোন মর্জিনা বেগম জানান, সেলিম ওই জাহাজের সেকেন্ড চিফ অফিসার। পাঁচ-ছয় মাস পরপর ছুটি নিয়ে ভৈরবে আসেন। শহরের নিউটাউন এলাকায় তাঁর স্ত্রী-সন্তান ভাড়া বাসায় থাকেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে সেলিম জাহাজসহ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়েন।
সেলিমের স্ত্রী খালেদা বেগম জানান, তিন দিন আগে তাঁর সঙ্গে সেলিমের ফোনে কথা হয়। তখন বলেছিলেন, যুদ্ধের কারণে সাগরে আটকা পড়েছেন। সেলিম তাঁর জন্য দোয়া করতে বলেছিলেন। এরপর থেকে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।
সেলিমের বাবা বৃদ্ধ মফিজ উদ্দিন বলেন, ‘আমার ছেলেটা বেঁচে আছে কি না, জানি না। তার স্ত্রী এবং দুটি মেয়ে রয়েছে। টিভির খবরে দেখেছি, বাংলাদেশের ওই জাহাজ থেকে সবাইকে উদ্ধার করা হয়েছে। কিন্তু, আমার ছেলের সঙ্গে তিন দিন ধরে যোগাযোগ নেই আমাদের। তাকে উদ্ধারের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আর উদ্ধার হয়ে থাকলে যোগাযোগ করিয়ে দেওয়ার অনুরোধ করছি।’