শরীয়তপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মাস্টারের দাফন সম্পন্ন
শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মাস্টারের দাফন সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার বাদ জোহর শরীয়তপুর পৌর ঈদগাহ মাঠে ও বাদ আসর তাঁর নিজ এলাকা সদর উপজেলার ডোমার হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ত্যাগী এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা শিকদার, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার।
এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতকর্মীরা তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন জানিয়েছে।
গতকাল সোমবার রাতে ঢাকার ন্যাশনাল কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আবুল ফজল মাস্টার শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মাস্টার দুই মাস ধরে হার্ট, কিডনিসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।