শরীয়তপুরে আরো আটজন করোনায় আক্রান্ত
দিন দিন শরীয়তপুরে বাড়ছে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা। আজ বুধবার নতুন করে আরো আটজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের একজন নারী। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৭ জনে দাঁড়িয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে সাতজনই হলো ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের বাসিন্দা। এর মধ্যে একই পরিবারের চারজন রয়েছে। এ ছাড়া শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নে একজন আক্রান্ত হয়েছে। আক্রান্তরা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা থেকে আসা।
শরীয়তপুর সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৯৮৩ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৮২১ জনের নমুনা পরীক্ষার ফল এসেছে।
গত ৪ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে নড়িয়ার ৯০ বছরের এক বৃদ্ধ ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত ৪৫ বছরের এক ব্যক্তি ডামুড্যা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে মারা যান। আজ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রয়েছে ৪৭ জন।