শরীয়তপুরে করোনা উপসর্গে একজনের মৃত্যু, আক্রান্ত ৬৭
শরীয়তপুরে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ শুক্রবার জেলা সিভিল সার্জনের তথ্য অনুযায়ী বর্তমানে করোনা রোগীর সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ঢাকাফেরত এক ব্যক্তি। এছাড়া শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছেন দুইজন, সন্দেহভাজন আরো তিনজন।
এদিকে, করোনা পরিস্থিতে মানুষের জীবন-জীবিকা বিবেচনায় লকডাউনের বিধি নিষেধ কিছুটা শিথিল করে দেওয়ায় শরীয়তপুরে বাড়ছে মানুষের চলাচল। খুলেছে দোকান পাটসহ বিপণী বিতান। তবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ থাকলেও তা মানছেন না অনেকেই।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় দুই মাস বন্ধ ছিল দেশের সব সব দোকানপাট। আসন্ন ঈদুল ফিতর এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মানার শর্তে সীমিত পরিসরে খোলার অনুমতি দেওয়া হয় মার্কেটসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে।
তবে শুক্রবার সরেজমিনে পালং বাজারে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না অনেক ক্ষেত্রেই। কেনাকাটা করতে বিভিন্ন দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। আবার বেশিরভাগ দোকানগুলোতেই বাইরে নিরাপত্তা থাকলেও ভেতরের চিত্র একেবারেই ভিন্ন।
তবে দোকানীদের অভিযোগ ক্রেতাদের দিকে। ক্রেতারাই হুলস্থুল হয়ে কেনাকাটা করছেন। কিন্তু সড়কগুলোতে মানুষের মধ্যে দূরত্ব নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। মাঠে আছে সেনা সদস্যরাও।