শরীয়তপুরে করোনা উপসর্গে তরুণীর মৃত্যু
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ১৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় তিনি নিজের বাড়িতে মারা যান।
জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসন ওই বিজ্ঞপ্তিতে জানায়, তথ্য পেয়ে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাঁর দেহ থেকে নমুনা সংগ্রহ করেন। তাঁর জ্বরসহ করোনা রোগের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। এর আগে অসুস্থ অবস্থায় তিনি ঘড়িষার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ কারণে ওই হাসপাতালের চিকিৎসক ও তাঁর সংস্পর্শ আসা অন্য ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।