শরীয়তপুরে চিকিৎসক-পুলিশসহ আরো ২৫ জনের করোনা শনাক্ত
শরীয়তপুরে এক চিকিৎসক ও দুই পুলিশ সদস্যসহ আরো ২৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয়ের করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. আবদুর রশিদ জানান, এ নিয়ে জেলায় মোট ২৭৩ জনের করোনা শনাক্ত করা হলো। এ পর্যন্ত জেলা থেকে চার হাজার ৪২টি নমুনা পরীক্ষার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তিন হাজার ৬৭১টি ফলাফলের মধ্যে তিন হাজার ৩৯৮টি নেগেটিভ ও ২৭৩টি পজিটিভ এসেছে।
ডা. আবদুর রশিদ আরো জানান, আক্রান্তদের মধ্য থেকে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১২৫ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে।