শরীয়তপুরে টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরে ইটবোঝাই টমটমের সঙ্গে সংঘর্ষে বিজয় দত্ত নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেকজন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে শরীয়তপুর শহরের পালং উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
টমটম চালকসহ দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন।
নিহত বিজয় দত্তের বাড়ি নোয়াখালীতে। তিনি শরীয়তপুর শহরের টাইলস সিটি নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া আহত হাবিবুর ওই প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বুধবার সকালে শরীয়তপুর শহরের উত্তর বাজারে একজন টাইলস ব্যবসায়ী তাঁর প্রতিষ্ঠানে যাওয়ার পথে ইটবোঝাই টমটম গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলচালক হাবিবুর ও তাঁর সঙ্গে থাকা বিজয় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আশঙ্কাজনক আবস্থায় আহত হাবিবুরকে ঢাকায় পাঠানো হয়।